আসসালামুলাইকুম
আজকে যে জাদুগুলার ব্যাপারে বলব তার ব্যাপারে অনেকে জানে না, তবে অনেকেই এই সকল যাদুতে আক্রান্ত।

১. রক্তে যাদু মিশে যাওয়া
২. শরিরের হাড্ডিতে যাদু
৩. শরিরের মাংসে যাদু

১. রক্তে যাদুঃ
রক্তে যাদুটা সাধারণত জেনেটিক্স ভাবে হয়ে থাকে। এর মানে হচ্ছে মা অথবা বাবা যদি কোন কঠিন যাদু এবং জিন এ আক্রান্ত থাকে, তখন বাচ্চাদের মদ্ধেও এই সমস্যাগুলা চলে যাওয়ার সম্ভবনা থাকে। তবে মাঝে মাঝে ব্যাতিক্রমও ঘটে। কারো যদি দীর্ঘদিন জিন অথবা যাদুতে আক্রান্ত থাকে এবং সঠিক সময়ে চিকিৎসা না করানো হয় তখন রক্তে মিশে যায়। এবং তা পরবর্তীতে বিভিন্ন মেডিকেল রোগ রুপে ধারণ করে।

ধারাবাহিক ভাবে বাকি গুলা ইনশাআল্লাহ পোস্ট করা হবে…. সাথে থাকুন, নিজে জানুন এবং পোস্ট শেয়ার করে অন্যকে জানান।

#saveruqya
#savetabeez 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।