ঝাড়ফুঁকের হুকুম

কুরআনের আয়াত, আল্লাহর নাম ও দু’আয়ে মাছূরা (যে সব দু’আ হাদীসে বর্ণিত আছে) দ্বারা ঝাড়ফুঁক করা সর্বসম্মতিক্রমে জায়েজ।

পাঁচ ধরনের ঝাড়ফুঁক জায়েজ নয়:
১। যে কালিমার অর্থ জানা যায় না, তার দ্বারা।
২। আরবি ছাড়া অন্য ভাষায়।
৩। কুরআনের আয়াত, আল্লাহর নাম ও সিফাত এবং দুয়ায়ে মাছূরা ব্যতীত অন্য কিছু দ্বারা ঝাড়ফুঁক করা।
৪। শিরকযুক্ত কালাম দ্বারা।
৫। ঝাড়ফুঁকের মধ্যে নিজস্ব ক্ষমতা আছে মনে করে তার উপর ভরসা করা।

তাবিজের হুকুম:
কুরআনের আয়াত, আল্লাহর নাম এবং দুয়ায়ে মাছূরা (যে সব দা হাদীসে বর্ণিত আছে) দ্বারা তাবিজ লিখা সর্বসম্মতিক্রমে জায়েজ।

ঝাড়ফুঁক, তাবিজ ইত্যাদি জায়েজ হওয়ার মূল শর্ত হচ্ছে শিরক-কুফর মুক্ত হওয়া।

সূত্রঃ আনওয়ার শাহ কাশমীরী রহ.,
শাইখুল হাদিস, দারুল উলুম দেওবন্দ, ভারত।