আসসালামুলাইকুম।
গত পোস্ট এ রক্তের যাদুর ব্যাপারে বলে হয়েছে। ( রক্তের যাদুর পোস্ট এর লিংক প্রথম কমেন্টে দেওয়া হয়েছে)
পোস্ট এর ধারাবাহিকতায় হাড্ডি এর যাদুর ব্যাপারে নিচে আলোচনা করা হল —
হাড্ডিতে যাদুঃ
যাদুকররা মাঝে মাঝে যাদু করার সময় বিভিন্ন ধরনের নাজায়েজ অথবা আল্লাহের নাম ব্যতীত অন্য কারো নামে জবায় করা পশুর হাড্ডির উপর যাদু করে। যে মানুষের উপর এই যাদু করে সেই মানুষের হাড্ডিতে বিভিন্ন ধরনের হাড্ডির সমস্যা হবে।
আমার কাছে যে হাড্ডির যাদুর সমস্যার রোগিগুলা এসেছে, তারা সবাই বলে যে মনে হয় হাড্ডির মাঝে কেউ পেরেক ঢুকাচ্ছে আবার কেউ বলে হাড্ডির মাঝে শিশা ঢালার জলন হচ্ছে।
বেশিরভাগ সময় এই হাড্ডির যাদু দূর করা না হলে তা বিভিন্ন রোগে রুপান্তরিত হয়।
বিভিন্ন রোগির উপর যখন এই সমস্যাকারি জিন কে হাজির করা হয় তখন তারা বলে “ভরিয়া চারান” নামে এক প্রকার দেবতার পূজাকারি তাকে পাঠায়িছে।
সেই সূত্র থেকে বলা যায় হাড্ডির যাদুর কিছু কিছু ক্ষেত্রে “ভরিয়া চারান” দেবতার পূজা করা হয়।
বাকিটা আল্লাহ ভাল জানে।
জাযাকাল্লাহ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।